ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ৩০ রানের জয় তুলে নিয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১৫ বছর পর ভারতের মাটিতে এটি প্রোটিয়াদের প্রথম টেস্ট জয়। মাত্র তিন দিনেরও কম সময়ে শেষ হওয়া ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে ১২৪ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হয় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা রাখেন অফ-স্পিনার সাইমন হার্মার। ১৪ ওভারে মাত্র ২১ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন তিনি। তাকে সহায়তা করেন কেশব মহারাজ (২-৩৭) ও মার্কো ইয়ানসেন (২-১৫)। ম্যাচে ৮-৫১ উইকেট নিয়ে হার্মার নির্বাচিত হন ম্যাচসেরা।
ভারত শুরু থেকেই ব্যাটিং সমস্যায় পড়ে। অধিনায়ক শুবমান গিলের অনুপস্থিতি আরো সংকট বাড়ায়। দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং আর মাঠে নামতে পারেননি।
লাঞ্চের আগেই ইয়ানসেন ভারতকে চাপে ফেলে দেন। ইয়শস্বী জয়সওয়ালকে চার বলেই শূন্য রানে ও লোকেশ রাহুলকে ১ রানে আউট করেন তিনি। গিলে অনুপস্থিতিতে ভারত কার্যত ১০-৩ তে পরিণত হয়।
লাঞ্চের পরে ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর ৩২ রানের জুটি গড়েন। কিন্তু জুরেল (১৩) হার্মারের বলে গভীরে ক্যাচ তুলে দেন। এরপর রিশাভ প্যান্ট ও (২) সহজ রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন।
সুন্দর (৩১) ধৈর্য ধরে ব্যাট করলেও আদেন মার্করামের পার্ট-টাইম স্পিনে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলে ভারতের ভরাডুবি নিশ্চিত হয়। শেষে আক্সার প্যাটেল দ্রুত ২৬ রান তুললেও মহারাজ এক ওভারেই তাকে ও মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে প্রোটিয়াদের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে থামে। ৯৩-৭ থেকে দিনের শুরুতে আরও ৬০ রান যোগ করে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করান তারা। অধিনায়ক টেম্বা বাভুমা ৫৫* রানের লড়াকু ইনিংস খেলে দলের হাল ধরেন। করবিন বোশকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে ভারতের বোলারদের হতাশ করেন তিনি।
