দ্বিতীয় সেশন শেষে প্রায় ৩০০ রানের লিড বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দ্বিতীয় সেশন শেষে প্রায় ৩০০ রানের লিড বাংলাদেশ

দ্বিতীয় সেশন শেষে প্রায় ৩০০ রানের লিড বাংলাদেশ

দ্বিতীয় সেশন শেষে প্রায় ৩০০ রানের লিড বাংলাদেশ

দ্বিতীয় সেশনেও সমান ভাবে লড়ে গেছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে চা বিরতিতে গেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত প্রথম সেশনে বাংলাদেশের লিড ২৮৯ রান।

লাঞ্চ বিরতির পর এই সেশনে ৩ টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৬০ দুর্দান্ত ইনিংস খেলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়েছেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পূর্ন করে এন্ডি ম্যাক ব্রেইনের বলে ফিরে যান লেগ বিফোরের ফাঁদে পড়ে।

মেহেদী হাসান মিরাজ ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ রানে আউট হন তিনি। হামপ্রেইসের চতুর্থ শিকার হয়ে ফিরে যেতে হয় তাকে। ৫৬১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ ব্যাটিং করেছে ২৭ ওভার। এতে বাংলাদেশের রান এসেছে ১২৮। উইকেট হারিয়েছে তিনটি। 

আয়ারল্যান্ড হয়ে ৪ টি উইকেট শিকার করেন হামপ্রেইস।