তাসকিনের চিকিৎসা ও মাঠে ফেরার বিষয়ে বিস্তারিত জানাল বিসিবি

তাসকিনের চিকিৎসা ও মাঠে ফেরার বিষয়ে বিস্তারিত জানাল বিসিবি
তাসকিনের চিকিৎসা ও মাঠে ফেরার বিষয়ে বিস্তারিত জানাল বিসিবি
গোড়ালির চোটে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ কবে ফিরবেন মাঠে? অস্ত্রোপচার লাগছে না তাসকিনের, বিসিবির মেডিক্যাল বিভাগের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলে জায়গা পাননি। তবে আগামী জুনে মাঠের খেলায় ফিরতে পারবেন তাসকিন।
অনেকদিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন তাসকিন। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় চোটের মাত্রা আরও বেড়ে যায়। স্বাভাবিকভাবেই খেলা থেকে বাইরে চলে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারেননি। এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ডানহাতি পেসারকে পাঠানো হয় লন্ডনে।
বাংলাদেশের তারকা পেস বোলার তাসকিন আহমেদ সম্প্রতি লন্ডনে গোড়ালির অ্যাকিলিস টেন্ডন সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের সাথে পরামর্শ করেছেন। তার সাথে ছিলেন বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যুক্তরাজ্যের একজন গোড়ালি সার্জন, একজন স্পোর্টস চিকিৎসক এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট তাসকিনের চোট মূল্যায়ন করেছেন।
গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে না। পরিচর্যা (রিহ্যাব) করেই খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়িত হবে। অস্ত্রোপচার না লাগলেও তাসকিনকে খেলানোর ব্যাপারে সতর্ক থাকবে বিসিবি।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিসিবির পাঠানো বিবৃতিতে বলেন, 'বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সময়ে তাসকিনের জন্য একটি রক্ষণশীল, অস্ত্রোপচার ছাড়াই পদ্ধতিই সর্বোত্তম পদক্ষেপ। পুনর্বাসন কর্মসূচিটি ধীরে ধীরে তার ফিটনেস পুনরুদ্ধার এবং টেন্ডনের অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। আমরা তার অগ্রগতি সম্পর্কে আশাবাদী।'
'তাসকিন জুনের প্রথম দিকে ম্যাচ ফিটনেস ফিরে পাবে বলে আশা করা হচ্ছে, তার পুনর্বাসন সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত।'