Image

অবশেষে ডাক পেলেন অমিত হাসান, খেলবেন ওয়ানডে ও চার দিনের ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে ডাক পেলেন অমিত হাসান, খেলবেন ওয়ানডে ও চার দিনের ম্যাচ

অবশেষে ডাক পেলেন অমিত হাসান, খেলবেন ওয়ানডে ও চার দিনের ম্যাচ

অবশেষে ডাক পেলেন অমিত হাসান, খেলবেন ওয়ানডে ও চার দিনের ম্যাচ

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ৪ দিনের সিরিজও খেলবে বাংলাদেশ। আগে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলেও এবার বিসিবি জানিয়ে দিয়েছে সিরিজের শেষ ওয়ানডে ও চার দিনের ম্যাচের স্কোয়াড। অবশেষে ডাক পেলেন ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করা তরুণ ব্যাটার অমিত হাসান। 

কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে বিসিবির কোনো দলে ডাক পেলেন তরুণ ব্যাটার অমিত হাসান। জাতীয় ক্রিকেট লিগে আলো ছড়িয়ে অমিত ছাড়াও চার দিনের ম্যাচের দলে জায়গা পেয়েছেন পেসার এনামুল হক। 

প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচ ও চার দিনের ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

সিলেটে প্রথম দুই ওয়ানডে খেলে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে চলে যাবেন ওপেনার পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

চার দিনের ম্যাচের স্কোয়াডে অবশ্য নেই আফিফ হোসেন ধ্রুব, রেজাউর রহমান রাজা। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের সাথে ডাকা হয়েছে স্পিনার হাসান মুরাদকে। ব্যাটার অমিত হাসান, পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ আছেন দুই স্কোয়াডেই। 

তৃতীয় ওয়ানডের স্কোয়াড: 

মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।

চার দিনের ম্যাচের স্কোয়াড: 

মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অংকন, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, এনামুল হক, মুকিদুল ইসলাম মুগ্ধ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three