শুরুতেই বেশি উইকেট হারানোকে দায় দিলেন সাকিব
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শুরুতেই বেশি উইকেট হারানোকে দায় দিলেন সাকিব
শুরুতেই বেশি উইকেট হারানোকে দায় দিলেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটি লড়াই করেছে শেষ পর্যন্ত, তবে ব্যাটিং ব্যর্থতার মূল্য দিতে হয়েছে বড় কষ্টে। শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে শেষভাগে আশা দেখান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে তাদের ৪০ রানের জুটি একসময় জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিল লাল সবুজ শিবিরে।
শেষ চার ওভারে ৪৭ রানের সমীকরণ অসম্ভব ছিল না, কিন্তু ব্যাটারদের ব্যর্থতা শেষ পর্যন্ত ভরাডুবি ডেকে আনে। দলের ইনিংস গুছিয়ে তোলার পরও ম্যাচ শেষ করতে না পারায় আক্ষেপ তানজিমের। ম্যাচের দায়ও নিয়েছেন নিজের কাঁধে, যদিও সহযাত্রী নাসুমের সঙ্গে আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে ফল ভিন্ন হতে পারত বলেই মনে করেন তিনি।
তানজিম বলেন, “ব্যাটিং সবসময় সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে। উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও আত্মবিশ্বাস দেয়। আমি চেষ্টা করি এবং যারা টিম ম্যানেজমেন্টে যারাই আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেরা, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা।”
বাংলাদেশের পাওয়ার প্লের ব্যর্থতাকেই ম্যাচ হারের মূল কারণ হিসেবে দেখছেন এই তরুণ অলরাউন্ডার। তাঁর মতে, টপ অর্ডার ব্যাটাররা সেট হওয়ার আগেই আউট হয়ে যাওয়ায় দল শুরু থেকেই পিছিয়ে পড়ে।
তিনি আরও বলেন, “আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে তারপর আউট হতো, তাহলে পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। তবু আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।”
ব্যাটিং লাইনআপের পারফরম্যান্স বিশ্লেষণ করতেও পিছু হটেননি তিনি। তামিমের সূচনাকে প্রশংসা করলেও বাকিদের ব্যর্থতায় হতাশ তানজিমের কণ্ঠে। তাঁর ভাষায়, “তামিম যেরকম একটা শুরু পেয়েছিল, আসলে খুবই ভালো একটা শুরু। তার ব্যাটে প্রথমেই গিয়েই মিডল হয়ে যাচ্ছিল ব্যাটে। আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তো তাদের বিষয়ে আর বলার কিছু নাই। বাট মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা, ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল। চাইলেই এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম।”
