ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
2
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
3
ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি
-
4
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
-
5
বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডেতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যাটিং ধস সামলে একাই লড়লেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁর বিধ্বংসী সেঞ্চুরি সত্ত্বেও চার উইকেটে হার এড়াতে পারেনি সফরকারীরা।
মাউন্ট মাউঙ্গানুইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ইংল্যান্ড পড়ে বিপাকে। ম্যাচের প্রথম বলেই জেমি স্মিথের বিদায়, এরপর দ্বিতীয় ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৫ রানে ৩ উইকেট, জো রুট ফেরেন ২ রানে। একের পর এক উইকেট হারিয়ে নবম ওভারেই ৩৩ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। এমন অবস্থায় দলের ভরাডুবি থেকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক হ্যারি ব্রুক।
প্রতিকূল, সুইং সহায়ক কন্ডিশনে নিউজিল্যান্ডের বোলারদের সামনে নির্ভীক ব্রুক খেলেন এক ঝড়ো ইনিংস। ১০১ বল থেকে তাঁর ব্যাটে আসে ১৩৫ রান, যেখানে ছিল ১১টি ছক্কা ও ৯ টি চারের মার। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে ২২৩ রানে থামে ইংল্যান্ডের ইনিংস, যদিও ৩৫.২ ওভারের মধ্যেই তারা অলআউট হয়ে যায়। ব্রুক ছাড়া দলের শীর্ষ সাত ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। জেমি ওভারটন করেন ৪৬ রান। শেষ উইকেটে লুক উডের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন ব্রুক, যার বড় অংশই আসে তাঁর ব্যাট থেকে।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো ছিল না। ব্রাইডন কার্স দারুণ নতুন বলে স্পেল করে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। কিন্তু এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন দুই অভিজ্ঞ ব্যাটার মাইকেল ব্রেসওয়েল ও ড্যারিল মিচেল।
দুইজনেরই ইনিংসে ছিল ভাগ্যের ছোঁয়া। ব্রেসওয়েল যখন ২ রানে, আর মিচেল ৩৩ রানে ছিলেন, তখন তাঁদের দুটি সহজ ক্যাচ ফেলেন ইংল্যান্ডের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রেসওয়েল করেন ৫১ রান, আর মিচেল অপরাজিত থাকেন ৭৮ রানে। দুজনের জুটিতে সহজেই জয়ের পথে এগিয়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত ১৩.২ ওভার হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
হারলেও এই ম্যাচে একাই আলো কেড়ে নিয়েছেন হ্যারি ব্রুক। তাঁর ইনিংসটি ইংলিশ ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় লড়াই হয়ে থাকবে।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আগামী বুধবার হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে, যেখানে সমতায় ফেরার লড়াইয়ে নামবে ইংল্যান্ড।
