প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
বিজয় দিবসকে সামনে রেখে ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচটি ইতোমধ্যেই বাড়িয়ে দিয়েছে কৌতূহল ও আগ্রহ। দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকারা। ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ এই দুই দলের অধিনায়কত্ব করবেন যথাক্রমে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
ম্যাচটি নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানাতে গিয়ে তিনি বলেন, এমন অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন। নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই ধরনের আয়োজন খেলোয়াড়দের জন্য ভিন্ন এক অনুভূতি তৈরি করে বলে মনে করেন তিনি। "খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম।"
ম্যাচের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে শান্ত পুরো বিষয়টিকে মজার ছলে উপস্থাপন করেন। আনুষ্ঠানিক অনুশীলনের বদলে কথার মধ্যেই যে প্রস্তুতি চলছে, সেটিই বোঝাতে চেয়েছেন তিনি।হাস্যরসের ভঙ্গিতে শান্ত বলেন,"প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।"
যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকবে এ বিষয়ে একমত শান্ত। তবে শৃঙ্খলা ও নিয়মের বিষয়টিও মাথায় রাখছেন তিনি। বিশেষ করে ‘ডিমেরিট পয়েন্ট’-এর বিষয়টি যেন বাড়তি চাপ তৈরি না করে, সেদিকেও ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটার।
এই প্রসঙ্গে তিনি বলেন, "উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। তবে বেশি উত্তাপ আবার দেখানো যাবে না। পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব।"
মিরাজের নেতৃত্বাধীন ‘অদম্য’ দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও স্কোয়াড নিয়ে হালকা মজার সন্দেহও প্রকাশ করেন শান্ত। কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে তার মন্তব্যে ছিল খুনসুটির ছোঁয়া। রসিকতা করে শান্ত বলেন, "একটু ভয়েই আছি। শুনলাম আমাদের দলের পাঁচজন খেলতে পারবে না। এখন সন্দেহ হচ্ছে যে ফোন-টোন করে হুমকি খেয়েছে নাকি তারা!"
