বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৭১ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের।
চট্টগ্রামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পান দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর। তিনটি বাউন্ডারিতে শেখ মাহেদীর প্রথম ওভার থেকেই আসে ১৩ রান। নাসুম আহমেদের দ্বিতীয় ওভার থেকেও আসে ১৪ রান।
পল স্টার্লিংকে ২৯ রানে ক্যাচ আউট করেন তানজিম হাসান সাকিব। পল স্টার্লিং এবং টিম টেক্টরের প্রথম উইকেটের জুটি ছিলো ২৮ বলে ৫৭ রানের। বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে ঝড়ের গতিতে রান তুলে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ড তোলে ১ উইকেটে ৭৫ রান।
আইরিশ ব্যাটাররা যেভাবে রান তুলছিলো মনে হচ্ছিলো রান ২০০ ছাড়াবে। তখন দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে এক ওভারে টিম টেক্টর এবং হ্যারি টেক্টরকে ফেরান শেখ মাহেদী। টিম আউট হন ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে। আবার পরের ওভার করতে এসে বেনজামিন কোলিজকে স্ট্যাম্পিংয়ে ফেরান মাহেদী।
১০ ওভার শেষে আইরিশদের রান দাড়ায় ১০৩/৪। পরবর্তী ওভার গুলোতে আর উইকেট না পরলেও রানের গতি খানিকটা কমে যায় আয়ারল্যান্ডের। ১৮ ওভারে তাদের স্কোর দাড়ায় ১৫৬ রানে। নির্ধারিত ওভার শেষে আইরিশরা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭০ রান। লরকান টাকার করেন ৩২ বলে ৪১ রান
বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন শেখ মাহেদী। ২৫ রান খরচা করে মাহেদীর শিকার ৩ উইকেট। তানজিম সাকিব নেন ১ টি উইকেট। তাছাড়া ১ টি উইকেট নিতে সাইফুদ্দিন খরচ করেছেন ৪০ রান। ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজুর রহমান।
