সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। শুরুর দিকে ব্যাটাররা ভালো খেললেও শেষ দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
চাপের মুহুর্তে সাইফুদ্দিনের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, "খেলোয়াড় হিসাবে আমরা সবাই চাই এই ধরনের ম্যাচ খেলতে। তারাও অনেক ভালো ক্রিকেট খেলেছে।"
৪০ রান খরচা করে ১ টি উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন। ব্যাটিং খেলেছেন ৭ বলে ১৭ রানের ইনিংস। তার সম্পর্কে লিটন বলেন,
"যখন আমরা চাপে ছিলাম বোলাররা ভালো করেছে। সব ক্রেডিট বোলারদের। বিশেষ করে সাইফুদ্দিনকে ধন্যবাদ। দীর্ঘদিন পর দলে এসে পারফর্ম করাটা সহজ নয়। প্রথম ওভারে সে অনেক রান দিয়েছে। তারপর ডেথ ওভারে আবার ফিরে এসেছে। আমরা জানি মুস্তাফিজ অতীতে কি করেছে। সাইফুদ্দিনের শেষ ৩ ওভারে যেভাবে বল করেছে তা খুব ক্রুশিয়াল"
১৭১ রান তাড়া করার জন্য ব্যাটারদের কি বলেছিলেন তা জানিয়ে লিটন বলেন, "আমার মনে হয়েছিলো নতুন বল ব্যাটে বেশী সহজে আসছিলো। যখন বল পুরোনো হয়ে যাচ্ছিলো তখন ব্যাটে আসা কঠিন হয়ে যাচ্ছিলো। ব্রেকের পর তাই আমি বলি, টপ অর্ডার থেকে রান লাগবে। যাও এবং যতটা সম্ভব রান করো"
