বাংলাদেশের প্রতি অন্যায় আচরণের অভিযোগ নকভির, বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের প্রতি অন্যায় আচরণের অভিযোগ নকভির, বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি

বাংলাদেশের প্রতি অন্যায় আচরণের অভিযোগ নকভির, বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি

বাংলাদেশের প্রতি অন্যায় আচরণের অভিযোগ নকভির, বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভি। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে না চাওয়ায় বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেটিকে স্পষ্টভাবে অন্যায্য বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মহসিন নকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। দ্বৈত নীতি চলতে পারে না এক দেশের জন্য এক ধরনের সিদ্ধান্ত, আরেক দেশের জন্য সম্পূর্ণ বিপরীত আচরণ, এটা হতে পারে না।”

বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নকভি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই কারণেই আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতে তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা ঠিক নয়।”

আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও অবস্থান নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন নির্দেশনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান থাকবে।”

বাংলাদেশের আইসিসি সদস্যপদ এবং সমান সুযোগের দাবিও তুলে ধরেন নকভি। তিনি বলেন, “বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণ সদস্য। আমাদের অবস্থান পরিষ্কার পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি এই সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দিতে হবে।”

এ বিষয়ে আরও এক প্রশ্নের জবাবে নকভি জানান, বাংলাদেশের জন্যও ‘হাইব্রিড মডেল’ বিবেচনায় নেওয়ার বিষয়টি আইসিসির সামনে তোলা হতে পারে। তিনি বলেন, আইসিসির কাছে এমন একটি প্রস্তাব দেওয়ার কথাও ভাবছেন, যেমনটি আগে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধান্তের ভার সরকারের ওপরই রাখেন নকভি। পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। তিনি দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে নকভি বলেন, “আগে সিদ্ধান্ত আসুক। আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে।”