কোহলির লড়াকু সেঞ্চুরি বৃথা, ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 50 মিনিট আগে
কোহলির লড়াকু সেঞ্চুরি বৃথা, ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

কোহলির লড়াকু সেঞ্চুরি বৃথা, ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

কোহলির লড়াকু সেঞ্চুরি বৃথা, ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন ভিরাট কোহলি। কিন্তু একার লড়াইয়ে ইতিহাস বদলানো গেল না। কোহলির ৫৪তম ওয়ানডে সেঞ্চুরিও কাজে আসেনি, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী শতকে ভর করে ভারতকে ৪১ রানে হারিয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে নিউজিল্যান্ড।

ম্যাচের শুরুতেই কিউইদের চাপে ফেলে দেয় ভারত। প্রথম ওভারেই হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ৫ রানে ২ উইকেটে নামিয়ে আনে স্বাগতিকরা। কিন্তু এরপর দায়িত্ব নেন মিচেল। উইল ইয়াংকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি। ইয়াং ফিরে গেলেও মিচেল-ফিলিপস জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড।

কুলদীপ যাদবের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আক্রমণের সুর তোলেন মিচেল। অন্য প্রান্তে ধীরে শুরু করেও সময়ের সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন ফিলিপস। দুই জনের ব্যাটে মাঝের ওভারে দ্রুত বাড়তে থাকে রান। নবম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল, আর মাত্র ৮৩ বলেই নিজের দ্বিতীয় ওয়ানডে শতক তুলে নেন ফিলিপস। শেষদিকে দুই সেঞ্চুরিয়ান আউট হলেও মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ২৮ রানে ভর করে ৩৩৭ রানের নিউজিল্যান্ড বড় সংগ্রহ দাঁড় করায়।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। পাওয়ার প্লেতেই রোহিত শর্মা ও শুভমান গিল ফিরে যান। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলও ব্যর্থ হলে দ্রুতই ৭১ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সেই পরিস্থিতিতে আবারও দায়িত্ব নেন ভিরাট কোহলি। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন তিনি।

নিতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে তোলেন কোহলি। রেড্ডি তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। এরপর রেড্ডি ও জাদেজা ফিরলেও কোহলি একপ্রান্ত আগলে রাখেন। হার্ষিত রানার সঙ্গে জুটি বেঁধে ম্যাচে নতুন প্রাণ ফেরান তিনি। দর্শকদের উচ্ছ্বাসের মাঝে নিজের ৫৪তম ওয়ানডে শতক পূর্ণ করেন কোহলি।
শেষ ১০ ওভারে সমীকরণ নেমে আসে ১০৮ রানে। রানার আগ্রাসী ব্যাটিংয়ে তিন ওভারেই আসে ৪০ রান। তবে জাকারি ফাউলকসের এক ওভারে ছন্দপতন ঘটে ভারতের। রানাকে ফেরানোর পরের বলেই সিরাজ আউট হলে চাপ আবার বেড়ে যায়। শেষ পর্যন্ত কোহলি চেষ্টা চালালেও একটি ভুল শটে আউট হয়ে গেলে ভারতের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে যায়।

ভারত থামে ২৯৬ রানে। ফলাফল হিসেবে ৪১ রানের জয় নিয়ে ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় ইতিহাস গড়ে নিউজিল্যান্ড।