ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারালো সিলেট টাইটান্স
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 20 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন
-
2
সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম
-
3
পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
-
4
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
-
5
রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারালো সিলেট টাইটান্স
ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারালো সিলেট টাইটান্স
টানা ২ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট। প্রথমে ব্যাট করে সিলেট ১৮০ রান সংগ্রহ করলে নির্ধারিত ওভার শেষে ঢাকা থামে ১৬০ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে সিলেট। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৮ রান তোলে সিলেট। ১৭ রানে তাওফিক খান ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। অন্য ওপেনার পারভেজ ইমন করেন ৩২ রান।
৩ এ নেমে ৩৮ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন আরিফুল ইসলাম। আজমতুল্লাহ ওমরজাইয়ের অবদান ৩৩ রান। শেষ দিকে মঈন আলী খেলেন ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস।
ঢাকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন জিয়াউর রহমান শারিফি।
১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ঢাকা ক্যাপিটালস। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৪ বলে ৫১ রান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। ৫ এ নেমে ১৪ বলে ২২ রান করেন সাইফ হাসান।
শেষ দিকে সাব্বির রহমান ২৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলোনা। ৮ উইকেট হারিয়ে তাই ১৬০ রানেই থামতে হয় ঢাকার।
সিলেটের হয়ে ৩ টি উইকেট নেন সালমান ইরশাদ। ২টি উইকেট শিকার করেন মঈন আলী।
