রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
লাভ নাই তো ভাই, তাও তো কেউ দলে নেয় না, নাসির হোসেন
-
2
সিলেটকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্রগ্রাম
-
3
পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
-
4
রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
-
5
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
হারের বৃত্ত থেকে বের ই হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। এবার তারা রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে ৪ উইকেটে। এই নিয়ে টানা ৬ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানীতে নিজেদের অবস্থানটা আরো শক্ত করলো নোয়াখালী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নোয়াখালী সংগ্রহ করে ১৫১ রান। যা রাজশাহী টপকে যায় ১ ওভার হাতে রেখেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী ব্যাটিং করে তিনি ৪৩ বলে ৫৯ রান করেন, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা।
সৌম্যকে ভালোভাবে সঙ্গ দেন মোহাম্মদ নবী, যিনি ২৬ বলে ৩৫ রান যোগ করেন। শুরুতে শাহাদাত হোসেন দিপু ৩০ রান করলেও মিডল অর্ডারে বড় জুটি গড়তে পারেনি নোয়াখালী। শেষদিকে মাহিদুল ইসলাম অংকনের দ্রুত ১০ রান নোয়াখালীকে দেড়শ পার করায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে তারা।
রাজশাহীর বোলিংয়ে রিপন মণ্ডল ছিলেন সফল, শিকার করেন দুটি উইকেট। এছাড়া বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।
১৫২ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক ছিলেন মুহাম্মদ ওয়াসিম। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৬০ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। শুরুতে তানজিদ হাসান ২১ রান করলেও দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম ২২ বলে ১৯ রান করে ইনিংস স্থিতিশীল রাখেন।
নোয়াখালীর হয়ে মেহেদী হাসান রানা দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেও তার প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।
