অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস সংক্রান্ত ঘটনায় ব্যাখ্যা দিল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস
-
2
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী
-
3
স্টিভ স্মিথের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্স থান্ডারকে হারিয়ে ডার্বি জয়
-
4
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
-
5
বিসিএসএ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস সংক্রান্ত ঘটনায় ব্যাখ্যা দিল বিসিবি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস সংক্রান্ত ঘটনায় ব্যাখ্যা দিল বিসিবি
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসের সময় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঢাকায় এক বিবৃতিতে বিসিবি জানায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এতে কোনো ধরনের অশোভন আচরণের উদ্দেশ্য ছিল না।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম অসুস্থতার কারণে টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে দলের প্রতিনিধিত্ব করেন। তবে এ সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না হওয়াকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়।
বিসিবি স্পষ্ট করে জানায়, হাত না মেলানোর বিষয়টি ছিল সাময়িক মনোযোগ বিচ্যুতির ফল এবং সম্পূর্ণ অনিচ্ছাকৃত। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবজ্ঞা প্রদর্শনের উদ্দেশ্য এতে ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখা বাংলাদেশের যে কোনো পর্যায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি মৌলিক শর্ত। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে দল ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়দের সব সময় সর্বোচ্চ মাত্রার ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
