নিউজিল্যান্ডকে হতাশ করে সুপার এইটে আফগানিস্তান
 
                                নিউজিল্যান্ডকে হতাশ করে সুপার এইটে আফগানিস্তান
নিউজিল্যান্ডকে হতাশ করে সুপার এইটে আফগানিস্তান
পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে বড় জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। গ্রুপ ‘সি’ থেকে সবশেষ ম্যাচেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সুপার এইটে কোয়ালিফাই করায় বাদ পড়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। দুই ম্যাচ হাতে থাকলেও ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে কিউইদের।
সুপার এইটের সমীকরণটা নিউজিল্যান্ডকে হারিয়েই সহজ করে ফেলেছিল আফগানরা। বিশ্বকাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে রাশিদ, গুরবাজরা। নিজেদের ৩য় ম্যাচে পিএনজিকে ৯৫ রানে আটকে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
টসে জিতে পিএনজিকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেদের বোলিংয়ের শক্তিমত্তা দেখিয়েছেন আফগান বোলাররা। দলীয় ১২ রানে অধিনায়ক আসাদ ভালা ফিরেছেন রান আউটের শিকার হয়ে। ১২ রানে প্রথম উইকেট হারানো পিএনজি কোনো রান যোগ না করেই হারিয়েছে আরও দুই উইকেট। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পেয়েছে আফগানরা।
৩০ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পিএনজি। শেষ দিকে উইকেটরক্ষক কিপলিন দরিগা ও এলেই নাও কিছুটা লড়াই করেছেন। কিন্তু অলরাউট এড়াতে পারেনি। দরিগার ২৭ রানের সুবাদে পিএনজির ইনিংস থামে ৯৫ রানে। আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকী শিকার করেছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন নাভিন-উল-হক।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান আউট হয়েছেন কোনো রান না করেই। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ফিরে যান ১১ রান করে। তারপর দলের হাল ধরেছেন গুলবাদিন নাইব। তাকে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ নবী। এই দুইজনের জুটিতেই সহজ জয় পায় আফগানরা। ম্যাচ জিতে ২৯ বল হাতে রেখে। নিশ্চিত করে সুপার এইট। গুলবদিন অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৯ রানে, নবী ২৩ বলে ১৬ রানে।

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        