আফগানিস্তানের দাপুটে সূচনা, হংকংকে উড়িয়ে দিল ৯৪ রানে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে 
                                আফগানিস্তানের দাপুটে সূচনা, হংকংকে উড়িয়ে দিল ৯৪ রানে
আফগানিস্তানের দাপুটে সূচনা, হংকংকে উড়িয়ে দিল ৯৪ রানে
এশিয়া কাপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান সংগ্রহ করে ৬ উইকেটে ১৮৮ রান। ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার সেদিকুল্লাহ আতাল। তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৭৩ রানে। অপরদিকে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন আজমাতুল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে তিনি তুলে নেন ৫৩ রান। আতাল ও নাবি মিলে তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ইনিংসকে স্থিতি দেন। এরপর আতাল ও ওমরজাই মাত্র ৩৫ বলে যোগ করেন আরও ৮২ রান, যা দলকে বড় সংগ্রহ এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে হংকং। ফজলহক ফারুকি ও ওমরজাইয়ের আগুনঝরা বোলিংয়ে পাওয়ার প্লেতে তারা হারায় চারটি উইকেট, স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ২৩ রান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হংকং। বাকি কাজ সারেন গুলবাদিন নাইব, রশিদ খান ও নূর আহমদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে হংকং থামে ৯৪/৯ রানে।
প্রথম ম্যাচে এমন দাপুটে জয়ে এশিয়া কাপে শক্তিশালী উপস্থিতি জানান দিল আফগানিস্তান। তার সাথে মূল্যবান পয়েন্ট পাওয়ার পরেও এগিয়ে গেলো বিশাল রানরেটে।
 

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        