না ফেরার দেশে পাড়ি জমালেন কোচ জাফরুল এহসান
-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
3
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
4
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
5
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
না ফেরার দেশে পাড়ি জমালেন কোচ জাফরুল এহসান
না ফেরার দেশে পাড়ি জমালেন কোচ জাফরুল এহসান
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিনিয়র হাই পারফরম্যান্স (এইচপি) কোচ জাফরুল এহসান। তিনি ২০২২ সালের ডিসেম্বর থেকে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ার সঙ্গে লড়াই করছিলেন।
আজ (১৮ জুন) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য কোচ। মৃ'ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জাফরুল এহসানের মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন জাফরুল এহসান। এরপর থেকে তিনি বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন বিসিবির সঙ্গে। এইচপির প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ অব্দি।
২০১০ থেকে ২০১৩ অব্দি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। জাতী নারী দলের প্রধান কোচ ছিলেন ২০০৭ থেকে ২০০৮ অব্দি। জাফরুল এহসান কাজ করেছেন বাংলাদেশ এ দলের ব্যাটিং কোচ হিসাবেও।
লেভেল ৩ সার্টিফাইড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ভিন্ন ভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত ছিলেন।
