যুব বিশ্বকাপ জয়ী শাহীন আলমকে আর্থিক সহায়তা দিল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
যুব বিশ্বকাপ জয়ী শাহীন আলমকে আর্থিক সহায়তা দিল বিসিবি
যুব বিশ্বকাপ জয়ী শাহীন আলমকে আর্থিক সহায়তা দিল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের সদস্য ক্রিকেটার শাহীন আলমের হাতে ৫ লাখ টাকা চেক তুলে দিয়েছেন। এই আর্থিক সহায়তা ক্রিকেটারকে দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকট থেকে সাময়িক মুক্তি দেবে।
চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন বিসিবির উপাধ্যক্ষ মো. শাকাওয়াথ হোসেন, ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
কুড়িগ্রামের এই পেসার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তবে দীর্ঘ ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে।
বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে তার জীবন কিছুটা কঠিন সময় পার করছে। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে।
বিসিবির এই সহায়তা শাহীন আলমকে আবার মাঠে ফিরে আসার অনুপ্রেরণা দেবে বলে আশা করা হচ্ছে।
