ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে

ক্রিকেট অঙ্গনে নতুন করে অস্থিরতার রেশ কাটতে না কাটতেই বিসিবির ভেতর থেকেই শুরু হলো জবাবদিহির প্রক্রিয়া। ক্রিকেটারদের উদ্দেশে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ক্রিকেটারদের প্রতি বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে বিপিএলে খেলা চালিয়ে যাওয়ার আহ্বানও জানায় বোর্ড।

বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, বিপিএলসহ বোর্ডের আওতাধীন সব ক্রিকেট কার্যক্রমে খেলোয়াড়রাই মূল অংশীদার ও প্রাণ। বোর্ড আশা প্রকাশ করে, ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতি বজায় রেখে টুর্নামেন্টের সফল সমাপ্তিতে ভূমিকা রাখবেন এবং বিপিএল ২০২৬ এর সুষ্ঠু ধারাবাহিকতা নিশ্চিত করবেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমে কথা বলার সময় নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে অংশগ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ প্রত্যাশা করে। এসময় বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি ক্রিকেটারদের উদ্দেশে তির্যক মন্তব্য করেন।

নাজমুল ইসলাম বলেন, "এই প্রশ্নটা তুলতেই পারবে না। আমরা তাদের পেছনে এত খরচ করছি, কিন্তু তারা আন্তর্জাতিক পর্যায়ে কী অর্জন করেছে? কোনো বৈশ্বিক শিরোপা কি আমরা এনেছি? তাহলে আমরাও বলতে পারি তোমরা খেলতে পারোনি, তাই তোমাদের পেছনে যে খরচ হয়েছে, তার দায়ভার তোমাদেরই নিতে হবে।"

তার এই মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অবমাননাকর বলে মন্তব্য করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)। সংগঠনটির মতে, এ ধরনের বক্তব্য খেলোয়াড়দের মর্যাদা ক্ষুণ্ন করে এবং ক্রিকেট অঙ্গনে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করে।