দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হলেন মুনাফ প্যাটেল
-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
3
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
4
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
5
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হলেন মুনাফ প্যাটেল
দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হলেন মুনাফ প্যাটেল
ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক বোলার মুনাফ প্যাটেলকে বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে মুনাফকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
মুনাফ প্যাটেলের আগে দিল্লির বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপ। এছাড়া দিল্লির সাফল্য না আসায় দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন করেছে প্রধান কোচ রিকি পন্টিংয়ের সাথে, এবার দিল্লির ডাগআউটে দলটির ক্রিকেট পরিচালক হিসেবে থাকছেন না সৌরভ গাঙ্গুলি ও।
দিল্লির নতুন কোচিং প্যানেলে প্রধান কোচ হিসেবে আছেন ভারতীয় সাবেক ব্যাটার হেমাং বাদানি। সৌরভ গাঙ্গুলির জায়গায় আছেন ভারতের আরেক সাবেক ব্যাটার ভেনুগোপাল রাও। আর এবার তাদের সাথে যোগ দিলেন মুনাফ প্যাটেল ও।
২০১৮ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটিই হবে মুনাফ প্যাটেলের প্রথম হাই-প্রোফাইল কোচিং ক্যারিয়ার। মুনাফ আইপিএলে রাজস্থান রয়্যালস (২০০৮-১০) মুম্বাই ইন্ডিয়ান্স (২০১১-১৩) এবং গুজরাট লায়ন্স (২০১৭) এর হয়ে খেলেছেন। তিনি মুম্বাইয়ের হয়ে ২০১৩ সালে আইপিএলের শিরোপাও জিতেছিলেন।
আইপিএলের পরবর্তী আসরের জন্য দিল্লি ক্যাপিটালস স্পিন-বোলিং অলরাউন্ডার আক্সার প্যাটেল, রিস্টস্পিনার কুলদ্বীপ যাদব, দক্ষিণ আফ্রিকান ব্যাটার ট্রিস্টান স্টাবস এবং আনক্যাপড উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেলকে ধরে রেখেছে। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪-২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
