পারভেজ ইমনের ফিফটিতে সহজেই ৭ উইকেটে জিতল বাংলাদেশ
-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
5
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
পারভেজ ইমনের ফিফটিতে সহজেই ৭ উইকেটে জিতল বাংলাদেশ
পারভেজ ইমনের ফিফটিতে সহজেই ৭ উইকেটে জিতল বাংলাদেশ
মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল বাংলাদেশ। ৩৯ বলে ৫৬ রানের হার-না-মানা ইনিংস খেলা পারভেজ ইমনে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সফরকারী দল রান করতে পারে কেবল ১১০। জবাব দিতে নেমে কেবল ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হাতে বাকি থাকে ২৭ বল।
১১১ রানের সহজ টার্গেট টপকাতে নেমে অবশ্য শুরুর ওভারেই বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমের উইকেট। তিনে নামা অধিনায়ক লিটন দাস বিদায় নেন ইনিংসের ৩য় ওভারে। ৭ রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ এরপর অবশ্য ৭৩ রানের পার্টনারশিপ দেখে তাওহীদ হৃদয় আর পারভেজ হোসেন ইমনের ব্যাটে।
তাওহীদ হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে উইকেট হারালে ভাঙে জুটি। তবে ওপেনার পারভেজ ইমন ফিফটি হাঁকিয়ে দলকে নিয়ে যেতে থাকেন সহজ জয়ের পথে। শেষদিকে ১০ বলে ১৫ রান করে ইমনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছড়েন জাকের আলি।
৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা পারভেজ ইমন ইনিংস সাজান ৩ চার ও ৫ ছক্কায়।
