"ভারত ক্রিকেটকে অসম্মান করছে": সালমান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
"ভারত ক্রিকেটকে অসম্মান করছে": সালমান
"ভারত ক্রিকেটকে অসম্মান করছে": সালমান
এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর চূড়ান্ত পর্বে পৌঁছে, যেখানে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। উত্তাপ, নাটক এবং রোমাঞ্চে ভরা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে আনন্দ উদযাপনকে ঘিরে আশ্চর্য এক দৃশ্যের জন্ম হয় ফাইনালে জয়ী ভারতকে ট্রফি দেওয়া হয়নি।
পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, "ভারত ক্রিকেটকে অসম্মান করছে।"
রোববারের ফাইনাল শেষে প্রায় ৯০ মিনিট ধরে চলেছে নাটকীয় পরিস্থিতি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলেও ভারত দল মঞ্চে ট্রফি গ্রহণ না করে নামেন। খবর পাওয়া যায়, ভারত আগেই জানিয়েছিল তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
তবে রানারআপ পাকিস্তান দলের জন্য পদক বিতরণ করা হয়। মঞ্চে উপস্থিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান ক্রিকেটারদের পদক তুলে দেন।
ফাইনাল শেষে সালমান আঘা বলেন, "ভারত আসর জুড়ে যা করেছে তা হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের অসম্মান করেনি বরং ক্রিকেটকে অসম্মান করেছে। ভালো দল এমন করে না, তারা আজ যা করেছে।"
তিনি আরো বলেন, "আমাদের রানার আপ ট্রফি নিয়েই আমরা উদযাপন করতে চেয়েছি। আমাদের সবকিছু পূরণ করতে চেয়েছিলাম। পদক হাতে সেখানেই দাঁড়িয়েছিলাম। যদিও আমি তিক্ত শব্দ ব্যবহার করতে চাচ্ছিলাম না। কিন্তু তারা সত্যিই অসম্মানিত করেছে।"
উল্লেখ্য, পহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত-পাকিস্তানের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। ভারতের অভিযোগ, এপ্রিলের ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে। এ কারণে ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে মুখোমুখি দেখায় টসের সময় ও ম্যাচ শেষে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের খেলোয়াড়রা। এমনটি শিরোপা ও নেননি মহসিন নাকভির থেকে কারণ তিনি পাকিস্তানি।
