কোন কাজ বাকি রেখে অবসরে যেতে চান না কোহলি
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                কোন কাজ বাকি রেখে অবসরে যেতে চান না কোহলি
কোন কাজ বাকি রেখে অবসরে যেতে চান না কোহলি
ক্রিকেটের প্রতি মানুষটার এতটাই নিবেদন যে হরহামেশায় তাকে অবসর নিয়ে মুখ খুলতে দেখেন না তার ভক্ত সমর্থকরা। তবে তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কল্যাণে বেশ কিছু দিন পর ভিরাট কোহলির মুখে শোনা গেল আবেগাক্রান্ত অবসরের কথা। আরসিবি-র একটি পডকাস্টে অবসর নিয়ে অনেক কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাটে ২৬,৭৩৩ রান করা ভারতীয় এই তারকা ব্যাটার।
ভারতের টপ অর্ডার এই ব্যাটার বলেছেন, ক্রিকেটকে বিদায় বলার পর তাকে অনেক দিন খুঁজে পাওয়া যাবে না। খেলোয়াড়ি জীবনের পর কীভাবে সময় কাটাতে চান, সেটাও জানিয়ে রাখলেন ৩৫ বছর বয়সি কোহলি।
'যখন খেলা ছাড়ব, আমি চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না। তাই যতদিন খেলছি, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। আর এটাই আমাকে খেলা চালিয়ে যেতে তাড়না যোগায়।'
আরসিবি-র সেই পডকাস্টে কোহলি আরও যোগ করেছেন, 'কোনও কাজ অসমাপ্ত রেখে যেতে চাই না। আমি চাই না কোনও আক্ষেপ রাখতে। আমি নিশ্চিত যে সেটা হয়তো থাকবেও না। তবে এক বার আমার কাজ শেষ হয়ে গেলেই চলে যাব।'
সারা জীবন যে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন না সেটা বেশ ভালোই জানেন তিনি। সেটা তিনি চাইছেনও না। তাই কোহলির ইচ্ছা, ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে সব কাজ শেষ করে ফেলার।
রানের প্রতি কোহলির ক্ষুধা এখনও আগের মতোই আছে। ৩৫ বছর বয়সে এসেও ২২ গজে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন কোহলি। চলতি আইপিএলেই যেমন আরসিবির জার্সি গায়ে রান পাহাড়ে চড়েছেন কোহলি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে এক শতক ও পাঁচ অর্ধশতকে তার রান ৬৬১। আসরে এখন অব্দি ৬০০ রানও করতে পারেননি আর কেউ। আইপিএলে তার মোট আটটি শতরানের অনবদ্য ইনিংস রয়েছে।
২০০৬ সাল থেকে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করা কোহলি দুই বছর পর অর্থাৎ ২০০৮ সালে তিনি পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। সময়ের সঙ্গে নিজেকে গ্রেট ব্যাটসম্যানদের একজন হিসেবে গড়ে তুলেছেন তিনি। তার কাছ থেকে তাই সবার প্রত্যাশাও অনেক বেশি। ভক্তরাও তাকে বসিয়েছে রাজার আসনে। তাইতো ভালোবেসে ভক্তরা তাকে নাম দিয়েছে কিং কোহলি।
