Image

শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট: বিসিবি সভাপতির নতুন উদ্যোগ

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 34 মিনিট আগে
শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট: বিসিবি সভাপতির নতুন উদ্যোগ

শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট: বিসিবি সভাপতির নতুন উদ্যোগ

শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট: বিসিবি সভাপতির নতুন উদ্যোগ

বাংলাদেশে ক্রিকেট মানেই আবেগ, উৎসব আর একতার প্রতীক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট এখন নিয়মিত চিত্র। তবে এই আনন্দ থেকে বরাবরই পিছিয়ে থেকছে দেশের বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী। এবার তাদের দোরগোড়ায় ক্রিকেট পৌঁছে দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চার বছরের জন্য নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় উদ্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন ‘মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজনের পরিকল্পনা। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্রিকেটকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

এদিন বিসিবি সভাপতি বলেন, "আমরা একটা নতুন পরিকল্পনা আলোচনা করছি, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ছড়িয়ে দেওয়া যায়। মাদ্রাসা তারই একটা অংশ। দেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটের ফ্যান এবং ক্রিকেটার বানাতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও জানান, মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্টটি হবে ছোট ফরম্যাটে, যাতে অংশ নিতে পারে দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা। 

"এখনও ফরম্যাট চূড়ান্ত হয়নি, তবে আমরা টুর্নামেন্টটি ছোট আকারে শুরু করার চিন্তা করছি,” যোগ করেন বিসিবি সভাপতি। তার বিশ্বাস, ক্রিকেট সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, "বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়। সব বয়সের, সব সেক্টরের মানুষ খেলতে চায়। তাই বাংলাদেশের মধ্যে মাদ্রাসা কেন বাদ যাবে?”

তিনি আরও বলেন, ক্রিকেট এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই সমাজের প্রতিটি অংশের মানুষের এই খেলায় অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।

বিসিবির এই নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। তারা মনে করছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা শুধু তাদের মানসিক বিকাশেই নয়, সমাজে এবং দেশের জন্য যা নতুন এক ইতিবাচক বার্তা দেবে।

বুলবুলের এই ঘোষণা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের একটি অবহেলিত অধ্যায়, যেখানে ব্যাট-বল হাতে স্বপ্ন দেখবে মাদ্রাসার শিক্ষার্থীরাও।

Details Bottom