বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
3
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ
বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফাইফার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫২ রান খরচা করে তিনি নিয়েছেন ৫ উইকেট। ৫ উইকেট পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,
"অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা অত বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।"
অনার্স বোর্ডে নিজের নাম দেখতে ভালো লাগে মিরাজের, তিনি চান বাংলাদেশেও অনার্স বোর্ড হোক, "একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন। "
এখনো ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আছে জানিয়ে মিরাজ বলেন, "এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি মনে করি। কারণ ওরা হয়ত ৮২ লিড পেয়েছে। আমরা ২৫ রান পিছনে আছি। ১ উইকেট গিয়েছে ব্যাটার আছে আমাদের। যদি আমরা ভালো টোটাল দিতে পারি ওদের জন্য চার নাম্বার দিন অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।"
দ্বিতীয় দিন শেষে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কত রান করলে ম্যাচ জেতা যাবে এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, "প্রথমে আমাদের লিডটা ক্রস করতে হবে। ব্যাটাররা সবাই যেন দায়িত্ব নিতে পারি। যদি প্রপার ব্যাটিং করতে পারি, ৩৫০-৪০০ রান করতে পারি আমাদের দলের জন্য ভালো হবে। টেস্টে ৩০০ রান লক্ষ্য দিলে এটা টাফ। আমাদের সেই দায়িত্বটা নিয়ে ব্যাটারদের ব্যাটিং করতে হবে।"
ব্যাটিং, বোলিং দুই জায়গাতেই উন্নতির জন্য কাজ করছেন মিরাজ, "যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে, দুই জায়গাতেই কাজ করা জরুরি। ২-৩ বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি। কিছু জায়গায় উন্নতি করেছি, কিছু জায়গায় লাগবে। হয়ত ১০০% হবে না, তবে এভাবে আগাতে পারলে দলের জন্য ভালো হবে, আমার জন্যও ভালো হবে।"
