পুরানো ধোনিই চেন্নাইয়ের নতুন অধিনায়ক
-
1
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
-
2
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট, হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
-
3
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
-
4
বাজবলের ভরাডুবি, তিন টেস্টেই অ্যাশেজ হার ইংল্যান্ডের
-
5
কনওয়ের ডাবল কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের পাহাড়
পুরানো ধোনিই চেন্নাইয়ের নতুন অধিনায়ক
পুরানো ধোনিই চেন্নাইয়ের নতুন অধিনায়ক
চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য সুখবর। ফের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড মহেন্দ্র সিং ধোনির হাতে। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ফলে আবার পুরানো ধোনির কাছেই এলো সিএসকের নতুন নেতৃত্ব।
আজ আইপিএলে চেন্নাই-কোলকাতা দ্বৈরথে নজরে ধোনির অধিনায়কত্ব। আজ থেকে ফের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ক্যাপ্টেন হিসেবে প্রত্যাবর্তন মানেই টুর্নামেন্টে মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সিএসকে।
অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের হাড়ে চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন। এর মাঝেই চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ধোনিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য ধোনি চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দেবেন।
আজ কেকেআরের বিরুদ্ধে ম্যাচের নামার আগে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানান, 'রুতুরাজ গায়কোয়াড়ের বাঁ কনুইয়ে চিড় ধরেছে। ফলে তিনি আর এবারের আইপিএলে খেলতে পারবেন না। তার জায়গায় আমাদের দলে থাকা 'আনক্যাপড' একজন খেলোয়াড়, ধোনি, অধিনায়কত্ব করবেন বাকি ম্যাচগুলোতে।'
চলতি আইপিএলে চেন্নাইকে ফিকে দেখাচ্ছে। পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে কেবল জিতেছে সিএসকে। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে হলুদ জার্সিধারীরা।
