আইপিএলে পাঞ্জাব কিংসের কিপটামি, রিটেইন করল কেবল ২ জনকে
-
1
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
2
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
3
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
4
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
-
5
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত
আইপিএলে পাঞ্জাব কিংসের কিপটামি, রিটেইন করল কেবল ২ জনকে
আইপিএলে পাঞ্জাব কিংসের কিপটামি, রিটেইন করল কেবল ২ জনকে
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ এখন অব্দি কখনো শিরোপার মুখ দেখেনি পাঞ্জাব কিংস। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ২০২৫ আইপিএলকে সামনে রেখে কেবল ২ জন ক্রিকেটারকে রিটেইন করেছে।
দুই আনক্যাপড ক্রিকেটার শশাঙ্ক সিং ও প্রভসিমরান সিংকেই কেবল রিটেইন করেছে পাঞ্জাব কিংস। দুজনকে নিতে কেবল ৯.৫ কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে তাঁদের।
শশাঙ্ক সিংকে রিটেইন করতে পাঞ্জাব কিংসকে খরচ করতে হয়েছে ৫.৫ কোটি ভারতীয় রুপি। মাত্র ৪ কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে প্রভসিমরান সিংকে নিতে।
রিটেনশনে ৯.৫ কোটি রুপি খরচ করা পাঞ্জাব কিংসের পার্সে অবশিষ্ট আছে ১১০.৫ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ৪ টি।
গেলবার পাঞ্জাব কিংস শিবিরে থাকা হারশাল প্যাটেল, আর্শদ্বীপ সিং, স্যাম কারেন, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদাদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি।
সবচেয়ে বেশি ১১০.৫ কোটি রুপি নিয়ে আইপিএল ২০২৫ নিলামে যাবে পাঞ্জাব কিংস। সেখানে অধিনায়ক সহ গোটা স্কোয়াডই সাজাতে হবে তাঁদের।
পাঞ্জাব কিংসের রিটেইন করা ক্রিকেটার-
শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।
