দুইবার ৪ রান করে আউট মুশফিকুর রহিম
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
দুইবার ৪ রান করে আউট মুশফিকুর রহিম
দুইবার ৪ রান করে আউট মুশফিকুর রহিম
বৃষ্টিতে ভেসে যায় সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ হারায় ৩ উইকেট। মাত্র ৪ রান করে মুশফিকুর রহিম আউট হতেই শুরু হয়ে যায় চা বিরতি। এর মাঝেই ৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ, হাতে বাকি ৬ উইকেট।
সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। এরপর একে-একে উইকেট হারান আগের দিনের দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় শুরুতে ফিরলেও মুমিনুল হক ছিলেন ফিফটির পথে। ফের ব্যর্থ মুশফিক, তার আউটের পরই তৃতীয় দিনের চা বিরতিতে যায় দুই দল।
টানা দুই ইনিংসে সমান ৪ রানে উইকেট হারান মুশফিকুর রহিম। তবে ৪৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটেই বড় লিডের আশা দেখছে বাংলাদেশ।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ১৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। ফলে সফরকারীরা ৮২ রানের ভালো একটি লিড পায়। এই রান টপকে বাংলাদেশ এখন বড় লিড ছুঁড়ে দেওয়ার মিশনে।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ১৫৫ রান। লিড নিয়েছে ৭৩ রানের। ফিফটির খুব কাছে থেকেও আক্ষেপে পুড়লেন মুমিনুল হক, ব্যক্তিগত ৪৭ রানে নিয়াউচির বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে।
এরপর ক্রিজে এসে মুশফিকুর রহিম আরও একবার হতাশ করলেন। ব্লেসিং মুজারাবানির ডেলিভারিতে স্লিপে ক্যাচ হওয়ার ২০ বল খেলে ৪ রান করতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।
