অনেক জলঘোলার পর স্কোয়াডে শামীম পাটোয়ারি
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
5
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
অনেক জলঘোলার পর স্কোয়াডে শামীম পাটোয়ারি
অনেক জলঘোলার পর স্কোয়াডে শামীম পাটোয়ারি
বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে আলোচিত নাম শামীম হোসেন পাটোয়ারি। ৩ ম্যাচ সিরিজের ১ম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি তাঁর, এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের বিস্ফোরক মন্তব্য আলোচনার জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছিলেন তাঁর ও কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনা না করেই শামীমকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে পাল্টা বক্তব্য আসে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকেও।
লিপু জানান অধিনায়কের মতামত শুনলেও সেটা মানতে বাধ্য নন নির্বাচক। এও জানান শেষ ম্যাচের স্কোয়াডে তাঁর অন্তর্ভূক্তির সুযোগ আছে।
আজ (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করেছে ৩য় টি-টোয়েন্টির স্কোয়াডে জায়গা পেয়েছেন শামীম। বাঁহাতি এই ব্যাটার বাংলাদেশের পক্ষে ৪৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।
চট্টগ্রামে ২ ডিসেম্বর মাঠে গড়াবে ৩য় ও শেষ টি-টোয়েন্টি। ২ ম্যাচ শেষে ১-১ এ সমতা সিরিজে।
৩য় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।
