৫০০ পেরিয়ে অলআউট শ্রীলঙ্কা
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
৫০০ পেরিয়ে অলআউট শ্রীলঙ্কা
৫০০ পেরিয়ে অলআউট শ্রীলঙ্কা
টানা তিন ইনিংসে ফিফটি করেন ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস। আগের দিন সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলাররা অবশেষে, ১৫৯ ওভার বল করে গুটিয়ে দিত পারল লঙ্কানদের। আউট হওয়া ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই পেয়েছেন ফিফটির দেখা। কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন শ্রীলঙ্কার, ৫৩১। বিপরীতে বাংলাদেশ সাক্ষী হয়েছে লজ্জার এক রেকর্ডের, এক ইনিংসে টাইগার ফিল্ডাররা ছেড়েছে মোট ৭ ক্যাচ।
৪ উইকেটে ৩১৪ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৪৪ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে লঙ্কানরা। শেষপর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে স্কোরবোর্ডে ৫৩১ রান জমা করে।
ম্যাচের প্রথম দিনে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ফেলে সফরকারীরা। দ্বিতীয় দিনেও চলে তাদের বাকি ব্যাটারদের বাজিমাত। দিনের শুরুতেই ফিফটির দেখা পান দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা।
এরপর কামিন্দু মেন্ডিস একা হাতে করেছেন লড়াই। তাকে এসে দারুণভাবে সঙ্গ দিয়ে যান প্রবাথ জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্দো। শেষপর্যন্ত আসিথা ফার্নান্দো রান আউট হলে সেঞ্চুরি মিস করেন কামিন্দু। ৫৩১ রানে অলআউট শ্রীলঙ্কা, কামিন্দু অপরাজিত থাকেন ৯২ রানে।
