বাংলাদেশের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা
-
1
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
2
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
3
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
4
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
5
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
বাংলাদেশের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা করুণারত্নেকে ফিরিয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে জায়গা পাননি তারকা ব্যাটার ভানুকা রাজাপাকসে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করে এসএলসি। দীর্ঘ সময় পর চামিকা করুণারত্নেকে ডাকা হয়েছে শ্রীলঙ্কার জার্সিতে। বাংলাদেশ সিরিজে খেলবেন দাসুন শানাকাও।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড-
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
