তাইজুলের ব্যাটে প্রথম ইনিংসে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ
-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
3
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
4
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
5
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
তাইজুলের ব্যাটে প্রথম ইনিংসে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ
তাইজুলের ব্যাটে প্রথম ইনিংসে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ
কলম্বো টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ, এরপর দ্বিতীয় দিনের শুরুতেই হয়ে যায় অলআউট। বাংলাদেশ দিনটা শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। শেষ পর্যন্ত ২৪৭ রান করে নাজমুল হোসেন শান্তর দল প্রথম ইনিংসে গুঁটিয়ে গেছে।
২২৯ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশ তখনও তাইজুল ইসলামের ব্যাটে রানের চাকায় গতি পায়। ব্যাট হাতে দুর্দান্ত তাইজুল ইসলাম, বাংলাদেশকে এনে দিয়েছেন সম্মানজনক সংগ্রহ। আগের দিন শেষ বিকেলে ২৪ বল খেলা তাইজুল ৯ রানে অপরাজিত থাকেন। নামের পাশে ৩৩ রান নিয়ে তাইজুল ক্যাচ হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
প্রথম ইনিংসে ৭৯.৩ ওভার খেলা বাংলাদেশ রান করতে পারে ২৪৭। শেষদিকে ৬০ বল খেলা তাইজুল ইসলাম ৫ বাউন্ডারিতে খেলেন ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক হওয়া সোনাল দিনুশা মাত্র ২২ রান খরচায় নেন ৩ উইকেট।
আগের দিন অপরাজিত থাকা এবাদত হোসেন আজ সকালের শুরুতেই ফিরেছেন ব্যক্তিগত ৮ রানে। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে আসিথা ফার্নান্দোর ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন, রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি এবাদত।
আগের দিন ৮ উইকেট হারিয়ে ৭১ ওভারে বাংলাদেশ রান করতে পারে কেবল ২২০। তবে এসএসসি গ্রাউন্ডে টাইগার ব্যাটারদের কেউই পাননি ফিফটির দেখা। ওপেনার সাদমান ইসলাম খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন। সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ।
