Image

'খুব তাড়াতাড়ি কাউকে হিরো, কাউকে জিরো বানাবেন না'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'খুব তাড়াতাড়ি কাউকে হিরো, কাউকে জিরো বানাবেন না'

'খুব তাড়াতাড়ি কাউকে হিরো, কাউকে জিরো বানাবেন না'

'খুব তাড়াতাড়ি কাউকে হিরো, কাউকে জিরো বানাবেন না'

কিছুদিন আগেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হওয়ার পর প্রথমবারের মতো রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে সাহায্য করবেন। এবং সেই সাথে চেষ্টা করবেন ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তুলতে। জানালেন সালাউদ্দিন, "যেহেতু আমি সহকারী কোচ, প্রধান কোচ আছে এখানে। তার ফিলোসফি, দল কীভাবে চালাচ্ছে সেই কাজে তাকে সাহায্য করা, প্লেয়ারদের যতটুকু পারি সাহায্য করা। আগের বারের চেয়ে রোলটা হয়ত একটু ভিন্ন হবে। তবে চেষ্টা করব ছেলেরা যেন একটু আত্মবিশ্বাসী হয়। সেই সাথে বিদেশি কোচদের সাথে ছেলেদের যোগাযোগটা যেন আরও ভালো হয় সেদিকটাও আমি লক্ষ্য রাখব।"

বছরখানেক পর জাতীয় দলে ফিরে দলের জয়ে বড় অবদান রেখেছেন নাসুম আহমেদ। অন্যদিকে নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেই বাজিমাৎ করেছেন জাকের আলী অনিক। তারপর থেকেই এই দুই ক্রিকেটার প্রসংশা পাচ্ছেন দেশবাসীর। তবে সহকারী কোচ সালাউদ্দিন বলছেন ভিন্ন কথা।

তিনি বলেন, "খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানাইয়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানাইয়েন না। ছেলেদেরকে একটু সময় দেন, বিশেষ করে নতুন খেলোয়াড় যারা আছে তাদেরকে একটু সময় দেন। তখন তাদের জন্য সুবিধা হবে। কারণ অনেক সময় চাপ বিশেষ করে মিডিয়ার চাপ সামলাতে পারে না। অনেকে পারে আবার অনেকে পারে না। সবাই তো একই রকম মানসিকতা নিয়ে গড়ে উঠেনি।"

দেশি কোচদের নিজেদের ভ্যালু নিজেরাই তৈরী করতে হবে জানিয়ে কোচ বলেন, "দেশি কোচদের আসলে নিজেদের ভ্যালু নিজেদের তৈরি করতে হবে। কারও ভ্যালু কেউ কখনও তৈরি করে দেয় না। ফলে আপনার পেশায় যদি আপনি ভ্যালু তৈরি করতে না পারেন আমার নিজেদেরকেই দোষ দেওয়া উচিত। দেশি কোচরা এখন ভালো কাজ করতেসে। ভবিষ্যতে আরও ভালো সুযোগ আসবে। তাদের পারফরম্যান্স ভালো। কিছু জায়গায় নিজেদেরই উন্নতি করতে হবে। পারিপার্শ্বিক বিষয়গুলোয় আরও উন্নতি করতে পারলে ভবিষ্যতে আমাদের কোচরাও ভালো জায়গায় যাবে।"

সহকারী কোচ হিসাবে নিজের দায়িত্বের কথা বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, "চেষ্টা করব যেন মানুষ আমাকে যতটুকু ভালোবাসছে যেটা আমি দেখলাম গত কয়েকদিনে সেটার প্রতিদান দেওয়াটাও আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। যেন ভালো কিছু করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আসলে সময় যতটুকুই হোক আমার কারণে যদি কারও জীবনে কিছুটা পরিবর্তন হয় সেটাই মনে করি সার্থকতা।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three