Image

মিরাজের সেঞ্চুরির পর ৪৪৪ রানে থামল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজের সেঞ্চুরির পর ৪৪৪ রানে থামল বাংলাদেশ

মিরাজের সেঞ্চুরির পর ৪৪৪ রানে থামল বাংলাদেশ

মিরাজের সেঞ্চুরির পর ৪৪৪ রানে থামল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশ করল ৪৪৪। শুরুতে সাদমান ইসলামের ১২০, শেষদিকে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। মিরাজের শতক ছাড়াও এদিন দেখার মতো ছিল তানজিম সাকিবের ব্যাটিং, ৮০ বল খেলে গুরুত্বপূর্ণ ৪১ রান করেন অভিষিক্ত সাকিব।

মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নিয়ে গেছেন ২১৭ রানে। ঘরের মাঠে টেস্টে ১৫ ইনিংস পর ৪০০ ছাড়িয়ে যায় বাংলাদেশের সংগ্রহ। শেষ পর্যন্ত মিরাজ ব্যক্তিগত ১০৪ রান উইকেট হারালে ৪৪৪ রানে থামে বাংলাদেশ। 

জিম্বাবুয়ের বোলাররা এদিন খুব একটা চ‍্যালেঞ্জ জানাতে পারেনি টাইগার ব‍্যাটারদের। গতকাল তিন উইকেট নিয়ে বাংলাদেশের ভোগান্তির কারণ হওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকিসা আজ সকালের সেশনে নিতে পারেন কেবল তাইজুলের উইকেট। 

এরপর তানজিম হাসান সাকিবকে নিয়ে লিড দুইশো ছাড়িয়ে নিয়ে যান মিরাজ। বাংলাদেশের রান যখন ৪৩৮, জিম্বাবুয়েকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন স্পিনার ওয়েসলি মাধেভেরে। তানজিম সাকিব ৪১ রানে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে ৯৬ রানের ৯ম উইকেট জুটি।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। এরপর অবশ্য বেশিদূর যেতে পারেননি মিরাজ। ভিনসেন্ট মাসেকিসাকে এগিয়ে এসে খেলতে গিয়ে হলেন স্টাম্পড। ১৬ বল খেলা হাসান মাহমুদ কোনো রান না করেই থাকেন অপরাজিত। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three