Image

তাইজুলের ভেলকি, জিম্বাবুয়ের ২ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাইজুলের ভেলকি, জিম্বাবুয়ের ২ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

তাইজুলের ভেলকি, জিম্বাবুয়ের ২ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

তাইজুলের ভেলকি, জিম্বাবুয়ের ২ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশের ২১৭ রানের লিড। এরপর বল হাতে নেমেই তাইজুল ইসলাম আবার দেখালেন ভেলকি। ৩ বল মধ্যে শিকার করলেন জিম্বাবুয়ের ২ উইকেট। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৪৪ রানে। শেষদিকে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। মিরাজের শতক ছাড়াও এদিন দেখার মতো ছিল তানজিম সাকিবের ব্যাটিং, ৮০ বল খেলে গুরুত্বপূর্ণ ৪১ রান করেন অভিষিক্ত সাকিব। এরপর বোলিংয়ে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৭ ওভারে ৩ বলের মধ্যে তাইজুল ইসলাম শিকার করলেন ২ উইকেট। দলীয় ৮ রানে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে সফরকারীরা। 

৭ম ওভারের প্রথম ডেলিভারিতে ব্রায়ান বেনেটকে স্লিপে ক্যাচ বানিয়ে এক বল তাইজুল ফেরান নিক ওয়েলচকেও। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে সফল বাংলাদেশ। 

চা বিরতিতে যাওয়ার আগে ৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। নতুন ব্যাটসম্যান শন উইলিয়ামসের রান ৩। ২৫ বল খেলে ৮ রানে অপরাজিত বেন কারেন।

বাংলাদেশের ইনিংস ব্যবধানে জেতা সম্ভব? এখনও ২০০ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে, হাতে বাকি ৮ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three