অধিনায়ক জন ক্যাম্পবেলকে চার ম্যাচের নিষেধা'জ্ঞা

অধিনায়ক জন ক্যাম্পবেলকে চার ম্যাচের নিষেধা'জ্ঞা
অধিনায়ক জন ক্যাম্পবেলকে চার ম্যাচের নিষেধা'জ্ঞা
জ্যামাইকা স্করপিয়ন্সের অধিনায়ক জন ক্যাম্পবেলকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্বাডোস প্রাইডের বিপক্ষে টসে না আসার কারণে এই শাস্তি দেয়া হয়েছে তাকে। যদিও ক্যাম্পবেল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দ্বারা দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
ক্যাম্পবেল বলেছেন, "ফাইনালের সময় যেকোন ব্যাঘাত ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং স্বীকার করছি যে আমার কাজ ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বিবেচিত হতে পারে। তাদের কর্তৃত্বকে ক্ষুণ্ন করা বা খেলাটিকে অসম্মানিত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি কর্মকর্তাদের নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলার প্রয়োজনীয়তাকে পুরোপুরি স্বীকার করি।"
বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচে উভয় দলের কোনো অধিনায়কই উপস্থিত না হওয়ায় সুপার ফিফটির ২০২৪-২৫ আসরের জন্য কোনো ট্রফি দেওয়া হয়নি। বোর্ড নিশ্চিত করেছে যে ফাইনালের জন্য কোন ম্যাচ ফি বিতরণ করা হবে না এবং টুর্নামেন্টের বিজয়ী এবং রানার্স আপদের জন্য প্রাইজমানিও দেওয়া হবে না।
বার্বাডোসের অধিনায়ক রেমন রেইফার ও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে তার ব্যাপারে শৃঙ্খলা কমিটি এখনও সিদ্ধান্ত নেয়নি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরিচালক ক্রিকেটের মাইলস বাসকম্বে ড. বলেন, "আমরা মিঃ ক্যাম্পবেলের পরিস্থিতির স্বীকৃতি এবং তার আন্তরিক ক্ষমা প্রার্থনার প্রশংসা করি। তার স্বীকারোক্তি এবং অনুশোচনা প্রদর্শনের আলোকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এটিকে লেভেল ৩ অপরাধ বিবেচনা করে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে।"
তিনি আরো বলেন, "এই সিদ্ধান্তটি ক্রীড়াঙ্গনের মূল্যবোধ এবং খেলার প্রতি সম্মান বজায় রাখার ক্ষেত্রে অধিনায়কদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি যে জন ক্যাম্পবেল এই অভিজ্ঞতা ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ইতিবাচকভাবে অবদান রাখতে এবং এগিয়ে যাওয়ার রোল মডেল হিসাবে কাজ করবে।"