Image

১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা

১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা

১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা

ভারতের সাবেক ফিল্ডিং কোচ আর রামকৃষ্ণন শ্রীধর শ্রীলঙ্কায় ১০ দিনের একটি বিশেষ ফিল্ডিং ক্যাম্প পরিচালনা করতে যাচ্ছেন। মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ৭ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফিল্ডিং দক্ষতা উন্নত করা। ক্যাম্পে অংশ নেবে শ্রীলঙ্কার জাতীয় পুরুষ ও নারী দল, ইমার্জিং স্কোয়াড, প্রিমিয়ার ক্লাবের খেলোয়াড়, অনূর্ধ্ব-১৯ দল এবং নারী ‘এ’ দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীধর প্রথমে জাতীয় পুরুষ দল নিয়ে কাজ শুরু করবেন এবং পরে অন্যান্য স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন। তিনি ফিল্ডিং ড্রিল, নির্দিষ্ট দক্ষতার প্রশিক্ষণ এবং ম্যাচ-ভিত্তিক অনুশীলন পরিচালনা করবেন, যাতে খেলার পরিস্থিতি অনুকরণ করে প্রস্তুতি নেওয়া যায়।

শ্রীধর শ্রীলঙ্কায় তার ১০ দিনের মেয়াদকালে জাতীয়, হাই পারফরম্যান্স এবং ক্লাব পর্যায়ের কোচদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করবেন।

বি‌সিসিআই’র লেভেল-৩ সার্টিফাইড এই কোচ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ হিসেবে ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আফগানিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়া ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three