Image

ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই পরিবর্তন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই পরিবর্তন

ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই পরিবর্তন

ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই পরিবর্তন

গত ৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে ১৫ সদস্যের দলে আনতে হয়েছে ২ পরিবর্তন। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল থেকে চোটের কারণে ছিটকে গেছে দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অন্য ২ পেসার মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিটিতে ১ টি মাত্র টেস্ট খেলেছেন মার্কিনো মিন্ডলি। তারপর আর খেলা হয়নি। দুই বছর বিরতির পর দলে ডাক পেয়ে এখন আছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায়।

অন্যদিকে এর আগে কোনো ফরম্যাটেই খেলা হয়নি  ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ব্লেডসের। এবার ই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি।

আগামী ৮,১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটস ও বাসেটারে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুদাকেশ মতি, শেরফানে রাদারফোর্ড, জেয়ডেন সিলস, রোমারিও শেফার্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three