বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে
বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে
এ মাসেই আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ দেখতে ইচ্ছুক দর্শকদের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাধারণ গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ দিরহাম।
পাকিস্তান সফর নিয়ে এখন পর্যন্ত শঙ্কা থাকলেও সংযুক্ত আরব আমিরাতে পূর্ব নির্ধারিত সূচিতেই দুই ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল। বাংলাদেশ দলের ১৪ মে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে।
মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ৯৯২ টাকা (৩০ দিরহাম) খরচ করতে হবে সমর্থকদের। সর্বোচ্চ ৬৬১২ টাকা দামের (২০০ দিরহাম) টিকিটে ম্যাচে দেখা যাবে ভিআইপি বক্স থেকে। গোল্ড/প্ল্যাটিনাম গ্যালারির টিকিট কিনতে লাগবে ৭৫ দিরহাম (বাংলাদেশি টাকায় যা প্রায় ২৪৮০)।
গতকাল ১১ মে থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম বক্স অফিসে টিকিট পাওয়া যাচ্ছে। ইসিবি তাদের বিবৃতিতে লিখেছে, বাংলাদেশ সিরিজের ম্যাচ দেখতে ইচ্ছুক দর্শকদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের টিকিট মূল্য-
জেনারেল স্ট্যান্ড- ৩০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৯৯২)
গোল্ড/প্ল্যাটিনাম- ৭৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ২৪৮০)
ভিআইপি বক্স- ২০০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৬১২)
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।