Image

'বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক সহজ—আপনারা আসলে ভুল রাজ্যে আছেন'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক সহজ—আপনারা আসলে ভুল রাজ্যে আছেন'

'বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক সহজ—আপনারা আসলে ভুল রাজ্যে আছেন'

'বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক সহজ—আপনারা আসলে ভুল রাজ্যে আছেন'

চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম সংযুক্ত আরব আমিরাত ও পরে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। দুই সিরিজেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তবে ব্যাট হাতে ফর্মে নেই লিটন, এ জন্য অধিনায়ক হয়েও সমালোচনা শুনতে হচ্ছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আজ সংবাদ সম্মেলনে এলে তাকে বেশীরভাগ প্রশ্ন করা হয় লিটনকে নিয়ে। ব্যাট রান না থাকার পরেও লিটনকে কেনো অধিনায়ক করা হলো তার যথাযথ উত্তর দিয়েছেন এই কোচ,

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, "দেখুন—এটা সালাউদ্দিন কিংবা লিটনের জুটি না। বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরা দেশেরই অধিনায়ক—এটা আমাদের মানতে হবে। আপনারা হয়ত অনেকে অপছন্দ করেন, অনেক অধিনায়ককে দিলে আপনাদের মাথা গরম হয়ে যায়। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা—আপনারা যদি বাইরে থেকে মনে করতে পারেন অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ। এটার জন্য আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে।"

অধিনায়ক হওয়ার সকল যোগ্যতা লিটনের আছে জানিয়ে তিনি আরো বলেন, "অধিনায়ক হিসেবে যে ধরনের জিনিসগুলো দরকার, যেভাবে দলকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি বলেন—সবদিক থেকেই আমার মনে সে (লিটন) খুবই ভালো। সে চেষ্টা করছে কীভাবে দলকে সামনে এগিয়ে নেয়া যাবে। কারণ একজন অধিনায়কই কিন্তু দলটা চালাবে। আমরা যারা বাইরে আছি, বোর্ডে আছি আসলে আমরা দল চালাবো না—চালাবে কিন্তু অধিনায়ক এবং কোচ। তাদেরকে সমর্থন দিতে হবে, আমরা যারা আছি পাশে আমরা হেল্পিং হ্যান্ড। তাকে সেই স্বাধীনতাটা দিলে সে ভালো করবে। লিডার কিন্তু দিয়ে বানানো যায় না, সবসময় এটা একটা সহজাত প্রবৃত্তি—সবাই লিডার হতেও পারে না।"

লিটনকে সমর্থন দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব, ভাষ্য সালাউদ্দিনের, "মনে রাখতে হবে অধিনায়কত্ব যখন কেউ করে সে কিন্তু পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তাকে সেই সমর্থন দেয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন বাইরে থেকে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক সহজ—আপনারা আসলে ভুল রাজ্যে আছেন।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three