দারুণভাবে ফিরলেন মুস্তাফিজ, জেতালেন চেন্নাইকে

দারুণভাবে ফিরলেন মুস্তাফিজ, জেতালেন চেন্নাইকে
দারুণভাবে ফিরলেন মুস্তাফিজ, জেতালেন চেন্নাইকে
পরপর দুই ম্যাচ হার শেষে আবারও জয়ের পথ দেখল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত হয়েছে চিপকের মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কোলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চেন্নাই।
চেন্নাই ঘরের মাটিতে অল্প লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আশানুরূপ শুরু করেন। যদিও রাচিনের ইনিংস আজ বড় হয়নি। বৈভব অরোরার ডেলিভারিতে ক্যাচ দিয়ে ১৫ রানে ফিরেছেন।
রুতুরাজ ছিলেন আজ দৃঢ় প্রতিজ্ঞ। চিপকের মাঠ পেয়ে দর্শকদের সমর্থনের জবাব দিয়ে গেলেন ব্যাট হাতে। ড্যারিল মিচেলের সমর্থন পেয়েছেন ১৩তম ওভার পর্যন্ত। দলীয় ৯৭ রানের মাথায় সুনীল নারাইনের ডেলিভারিতে বোল্ড হয়ে ২৫ রানে বিদায় নেন মিচেল।
রুতুরাজের সাথে ম্যাচের ফল নিজেদের অধিকারে নিয়ে আসার শেষটুকু করলেন শিভাম দুবে। ৩ ছক্কা ও ১ চারের ইনিংসে ২৮ রান তুলে জয়ের দ্বারপ্রান্তে থেকে ফিরেছেন এই ব্যাটার।
রুতুরাজ অপরাজিত ছিলেন শেষপর্যন্ত। তিনি ৫৮ বলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৭ টি রান করেন৷ রুতুরাজের সাথে মহেন্দ্র সিং ধোনি এসে ৩ বল খেলে জয়টুকু নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রান সংগ্রহে খুব বেশি পারদর্শিতা দেখাতে পারেনি চেন্নাই সুপার কিংস। ইনিংসের প্রথম ডেলিভারিতে তুষার দেশপান্ডের শিকার হয়ে ক্যাচ তুলেছেন ফিল সল্ট। এরপর দেশপান্ডের ঝুলিতে ঢুকেছে আরো ২ উইকেট।
সুনীল নারাইন ও অংক্রিশ রঘুবংশী মিলে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তবে তাদের শুরু করা ইনিংসও বড় হয়নি। দলীয় ৫৬ ও ৬০ রানে অংক্রিশ ও নারাইনকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই চেন্নাই স্পিনারের ঝুলিতে আজ ঢুকেছে ৩ টি উইকেট।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার কোলকাতার পক্ষে শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন। এরমধ্যে বাকি ব্যাটাররা খুব বেশি সহযোগিতা করতে পারেননি রান তোলায়। ধুঁকে ধুঁকে ১০০ ছাড়ানো দলটি অল্পতেই থামে। আন্দ্রে রাসেলের ব্যাটে পর্যন্ত এসেছে ১০ টি রান।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান শেষ ওভার করতে এসে আইয়ার ও মিচেল স্টার্কের উইকেট তুলেছেন। তিনি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন।
আইয়ার ফেরেন ৩৪ (৩২) রানে। কোলকাতা থামে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে।