Image

দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং

দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং

দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৮ ছক্কা ও ৭ চারে ৮০ বলে ১১৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন শেরফানে রাদারফোর্ড। বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৭১ বলে ফিফটি পাওয়া মিরাজ আউট হয়েছেন ১০১ বল খেলে ৭৪ রানে। আধুনিক ওয়ানডে ব্যাটিংয়ের তুলনায় মিরাজ ছিলেন মন্থর, দলের প্রয়োজনেই মিরাজ করেছেন এমন ব্যাটিং।  

 দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেললেও মিরাজ ছিলেন ধীরগতিতে। ৭৩.২৬ স্ট্রাইক রেটে ১০১ বলে ৭৪ রান। নামের পাশে রান যখন ১ ও ৩১; দুবার ক্যাচ ছেড়ে ক্যারিবীয় ফিল্ডাররা মিরাজকে দেন নতুন জীবন। তবুও মিরাজ আগ্রাসী হতে পারেননি। দলের প্রয়োজনে বেশ দেখে-শুনেই তিনি রান করেছেন। 

দলের পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, 'সেঞ্চুরিটা আমার জন্য কোনো ইস্যু ছিল না এবং আমার দরকার ছিল দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি রানের জন্য খেলার চেষ্টা করেছি এবং ৪০ ওভারের আগে একটা ভালো স্কোর তৈরি করার চেষ্টা করেছি। কারণ আমি অনুভব করছিলাম যে এই উইকেটে যদি আমরা পোস্ট করতে পারি ৩০০ প্লাস, এটা আমাদের জন্য ভাল হত এবং সেই কারণেই আমি রানের জন্য খেলেছি।' 

নিজের ধীরগতির ইনিংসের ব্যাখ্যায় মিরাজ বললেন, 'দেখুন আমি যখন শুরু করি তখন একজন সেট ব্যাটসম্যান আউট হয় এবং আসলে দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়। তানজিদ তামিম আউট হয়ে যায় এবং আফিফও একটি পার্টনারশিপ করার পরেও আউট। আমি ঝুঁকি নিতে পারিনি কারণ আমি জানতাম যে সেট ব্যাটসম্যান আউট হলে এটি একটি চাপ হবে নতুন ব্যাটসম্যানের জন্য। তাই আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন রিয়াদ [মাহমুদুল্লাহ] ভাই সেট হয়েছিলেন আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি।' 

নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট ক্যাপ্টেন মিরাজ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের ফিনিশিংয়ের প্রশংসাও করলেন, 'জাকের আলি এবং রিয়াদ ভাই যেভাবে শেষ করেছিলেন তা দুর্দান্ত ছিল এবং যদি তা না হত তবে রান [কম] হতে পারত। তবে আমরা ব্যাটিং ইউনিট হিসাবে ভাল খেলেছি।'

৫ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three