Image

বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের ৩ সিরিজ ও এশিয়া কাপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের ৩ সিরিজ ও এশিয়া কাপ

বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের ৩ সিরিজ ও এশিয়া কাপ

বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের ৩ সিরিজ ও এশিয়া কাপ

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনে। এই দুই প্রতিবেশী দেশের সংঘাতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দুবাইয়ের ভেন্যুতে হবে পিএসএলের বাকি অংশ। তবে আরও বড় ভাবে প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে। ২০২৫ সালের এশিয়া কাপও বাতিল হতে পারে। এমনকী বাংলাদেশ সফরও বাতিল করতে পারে বিসিসিআই। নিরাপত্তাজনিত সমস্যা ও আশঙ্কার জন্যই বাংলাদেশ সফর বাতিল করবে ভারত। 

ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। আকাশ সীমানার বাইরে স্থল সীমান্তেও গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ বাতিল হওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজন করবে ভারত। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। 

চলতি মাসেই যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। পাকিস্তানে যাবার আগে অবশ্য শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না হলেও আরব আমিরাতের বিরুদ্ধেও খেলবে না বাংলাদেশ।

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। যা শুরু হতে পারে এক সপ্তাহের মধ্যে। অর্থাৎ, শারজাহ ও দুবাইয়ের ভেন্যু পিএসএলের জন্য প্রস্তুত করা হলে বাতিল হয়ে যাবে বাংলাদেশের আরব-আমিরাত সফর। ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলত বাংলাদেশ। 

আন্তসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ভারতীয় দলের। এই সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

বিসিসিআই আগস্ট-সেপ্টেম্বরের উইন্ডোতেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করতে চায়। লিগ পর্বের ১২টিসহ মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে ২০২৫ আইপিএলের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three