Image

ফাইনালে বাংলাদেশকে অল্পতে আটকে দিল ভারতীয় যুবারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফাইনালে বাংলাদেশকে অল্পতে আটকে দিল ভারতীয় যুবারা

ফাইনালে বাংলাদেশকে অল্পতে আটকে দিল ভারতীয় যুবারা

ফাইনালে বাংলাদেশকে অল্পতে আটকে দিল ভারতীয় যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের আক্রমণাত্বক বোলিংয়ে ইনিংস বড় করতে পারেনি কোনো টাইগার ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিজান হোসেন। জিততে হলে ভারতের করতে হবে ১৯৯ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। ১৬ বলে মাত্র ১ রান করে শুরুতেই আউট হন ওপেনার কালাম সিদ্দিকী এলিন। চেতন শর্মার বলে ২০ রানে ফেরেন আরেক ওপেনার জাওয়াদ আবরার।

চতুর্থ উইকেট জুটিতে ৮১ বলে ৬২ রানের জুটি গড়েন শিহাব জেমস ও রিজান হোসেন। ৬৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন শিহাব। তার ইনিংসে ছিলো ৩ টি চার ও ১ টি ছয়। হার্দিক রাজের বলে ৪৭ রানে ফেরেন রিজান। তার ইনিংসে ছিলো ৩ টি চারের মার। 

শেষ দিকে দলের হাল ধরেন ফারিদ হাসান ফয়সাল। ৪৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে চেতন শর্মার বলে আউট হন ফয়সাল। ইকবাল হোসেন ১ রানে আউট হলে ৪৯.১ ওভারেই থামে বাংলাদেশের ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯৮ রান। 

ভারতের বাংলাদেশের ২ টি করে উইকেট তুলে নেন হার্দিক রাজ, চেতন শর্মা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three