Image

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মিচেল স্যান্টনারকে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। শ্রীলঙ্কা সিরিজে স্যান্টনার অধিনায়কত্ব করলেও স্থায়ী মেয়াদে  তিনি অধিনায়ক হবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। 

এর আগে নিউজিল্যান্ডের সাদা বলের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ব্যর্থতার পর অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছিলেন। তিনি নিউজিল্যান্ডকে ৯১টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। 

আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটকিপার ব্যাটসম্যান মিচ হে। শ্রীলঙ্কার বিপক্ষে ২টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ও ওয়ানডে দল :

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, নাথান স্মিথ, ইশ সোধি ও উইল ইয়াং।

Details Bottom
Details ad One
Details Two
Details Three