Image

ঢাকা ডার্বিতে নাইম শেখদের দাপট, চার ম্যাচের ৪টিতেই জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকা ডার্বিতে নাইম শেখদের দাপট, চার ম্যাচের ৪টিতেই জয়

ঢাকা ডার্বিতে নাইম শেখদের দাপট, চার ম্যাচের ৪টিতেই জয়

ঢাকা ডার্বিতে নাইম শেখদের দাপট, চার ম্যাচের ৪টিতেই জয়

এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো রীতিমতো উড়ছে। টানা ৪ ম্যাচে তাদের ৪ জয়, রংপুরকে টপকে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে নাইম শেখের দল জিতল ১৯ রানে। ব্যাট হাতে নাইম শেখ, শামসুর রহমান শুভর তান্ডবের পর শেষ ওভারে দারুণ বোলিংয়ে ঢাকা মেট্রোর জয়ের নায়ক পেসার শহিদুল ইসলাম।

সিলেটের আউটার গ্রাউন্ডে দিনের প্রথম খেলায় ১৯০ রানের বড় সংগ্রহ পায় ঢাকা মেট্রো। অধিনায়ক নাইম শেখের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রানের ইনিংস। শুরুতে নেমে আউট হয়েছেন শেষ ওভারে, ৮ চার ও ১ ছক্কায় ৫৪ বলে করেছেন ৬৯ রান। এছাড়া ৪৩ রানের ক্যামিও খেলেন শামসুর রহমান শুভ। বড় লক্ষ্য তাড়ায় নেমে ১৭১ রানে থামে ঢাকা ডিভিশনের ইনিংস। 

এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ওপেনিং জুটিতে উড়ন্ত শুরু। তবে ১২ বলে ২০ রান করে নাজমুল ইসলাম অপুর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইমরানউজ্জামান। ভাঙে ৫৩ রানের উদ্বোধনী জুটি। তিনে নামা আনিসুল ইসলাম ১৩ বলে করেন ২৩। এরপর অবশ্য নাইম শেখকে দারুণভাবে সঙ্গ দেন শামসুর রহমান শুভ। 

স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে শুভ সহজেই ছুটছিলেন ফিফটির পথে। তবে নাজমুল ইসলাম অপু তাকে করলেন বোল্ড। ২২ বল খেলা শামসুর রহমান শুভ ৪৩ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তখনও ব্যাট হাতে তান্ডব চালিয়ে দলের সংগ্রহ টানতে থাকেন নাইম। ফিফটি হাঁকানো নাইম আউট হন ইনিংস শেষের ঠিক এক বল আগে। ৫৪ বলে ৬৯ রান করে দলের সংগ্রহ ১৯০ এর ঘরে নিয়ে যান। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে রাকিবুল হাসানের শুরুর ওভারেই উইকেট হারান ঢাকা ডিভিশনের ক্যাপ্টেন সাইফ হাসান (১)। এরপর অবশ্য ঢাকা ঘুরে দাঁড়ায় রনি তালুকদার ও আরিফুল ইসলামের ব্যাটে। এই জুটিতে রান যোগ হয় ৫১। ১৯ বলে ৩৯ করে রনি তালুকদার আউট হলে ভাঙে পার্টনারশিপ। ৩ ছক্কা ও ২ চারে ৪২ রান করে ফেলা আরিফুল বিদায় নেন ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই বিদায় নিয়েছেন মাহিদুল ইসলাম অংকন (৮), শুভাগত হোম (১৪)।  

জয়ের জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ২৭ রানের। শহিদুল ইসলামের প্রথম ডেলিভারিতেই লং অন এরিয়া দিয়ে ছক্কা হাঁকান সুমন খান। পরের বলেই শহিদুলের কামব্যাক, দিলেন ডট। তৃতীয় বলে দৌড়ে এক নিয়ে স্ট্রাইক পরিবর্তন করেন সুমন। আরাফাত সানি বল আকাশে উড়িয়ে ব্যক্তিগত ২৯ রানে হলেন ক্যাচ। 

ফলে সমীকরণ নেমে আসে ২ বলে ২০ রানের। নতুন ব্যাটার ইকবাল হাসান ইমন দুই বলে একটি রানও করতে পারেননি। ফলে ১৯ রানের রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ঢাকা মেট্রো। টানা ৪ ম্যাচে তারা জিতল ৪টিতেই। 

Details Bottom