Image

চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

বাংলাদেশ সফরে এসেছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। গত রাতে ঢাকায় পৌঁছে আজ ১০ ডিসেম্বর ট্রফি গেল কক্সবাজারে। তবে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের সফরের উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

১১ ও ১২ ডিসেম্বর; এই দুই দিন বাংলাদেশের দর্শকেরা চ্যাম্পিয়ন্স ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবে। ১৩ ডিসেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে ক্রিকেটার ও বিসিবিকে নিয়ে শেষ হবে বাংলাদেশে ট্রফি প্রদর্শন। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরকারি বাসভবন প্রাঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করা হয়। 

এরপর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ট্রফি সহ ছবি আপলোড করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, '২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে। তারই অংশ হিসাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।' 

কাল ১১ ডিসেম্বর জনসমক্ষে ট্রফিটি প্রথম দেখা যাবে কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে। এরপর ঢাকায় দুই দিন ঘুরে ট্রফি বাংলাদেশ থেকে বিদায় নেবে ১৩ ডিসেম্বর। আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে। 

এরপর শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। এখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত। 

চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা পাকিস্তানে। এরমাঝেই শুরু হয়ে যায় ট্রফি ট্যুর। ১৬ নভেম্বর থেকে ইসলামাবাদ থেকে শুরু টুর্নামেন্টের ট্রফি ট্যুর। মর্যাদাপূর্ণ সিলভারওয়্যারটি ৭০ দিনের বৈশ্বিক সফরে অংশগ্রহণকারী আটটি দেশ জুড়ে ভ্রমণ করবে, যা ভক্তদের দারুণ অভিজ্ঞতা দিয়ে যাবে। 

বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর-

১০ ডিসেম্বর- ট্রফি যাবে কক্সবাজার
১১ ডিসেম্বর- লাবনী পয়েন্ট বিচ কক্সবাজারে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রদর্শন। 
১২ ডিসেম্বর- বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি প্রদর্শন।
১৩ ডিসেম্বর- জাতীয় পুরুষ দল, নারী দলের খেলোয়াড়, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং মিডিয়ার সদস্যদের জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three