জ্যোতি-রাবেয়াদের র‍্যাংকিংয়ে উন্নতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জ্যোতি-রাবেয়াদের র‍্যাংকিংয়ে উন্নতি

জ্যোতি-রাবেয়াদের র‍্যাংকিংয়ে উন্নতি

জ্যোতি-রাবেয়াদের র‍্যাংকিংয়ে উন্নতি

অস্ট্রেলিয়ান ব্যাটার এলিস পেরি ও নিউজিল্যান্ডের সুজি বেটস আইসিসি উইমেন্স ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। যেখানে ইংল্যান্ডের অ্যামি জোনস ক্যারিয়ার সেরা ১৭তম স্থান অর্জন করেছেন। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে তাদের পারফরম্যান্স এই উন্নতির পেছনে কাজ করেছে। বাংলাদেশি লেগ স্পিনার রাবেয়া খান ৪ ধাপ এগিয়েছেন। এছাড়াও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। 

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ২৭ রান করেন পেরি। সে ম্যাচ জিতে ৩-০ তে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। এই পারফরম্যান্সের পর শীর্ষ পাঁচে উঠে এসেছেন পেরি। এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ফিফটি করার পর ৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন বেটস। অন্যদিকে জোনস, ৮৩ বলে ৯৩ রানের যে ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, তা দলকে ৪ উইকেটে জিততে সাহায্য করেছে। তিনি ১০ ধাপ এগিয়েছেন।  

ইংল্যান্ডের চার্লি ডিন, জিম্বাবুয়ের মুগেরি ত্রিপানো ও অধিনায়ক ম্যারি আন্নে মুসোন্দা সবাই একইসাথে ৬১তম অবস্থানে রয়েছেন, সাম্প্রতিক র‍্যাংকিংয়ের পর। যেখানে পাপুয়া নিউগিনির জিম্বাবুয়ে সফরের ম্যাচগুলো ভূমিকা রেখেছে।

বাংলাদেশ লেগি রাবেয়া ৪ ধাপ এগিয়ে ৪৭তম অবস্থানে রয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের পর। অন্যদিকে পেরি ৩ ধাপ এগিয়ে আছেন ৪৯তম অবস্থানে। 

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৬৫ রানের পর, অস্ট্রেলিয়ান ব্যাটার এলিসা হিলি ৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছেন। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি, প্রথম ম্যাচে অপরাজিত ৬৩ রানের পর ৩ ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন।