রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারন পারফরম্যান্স করে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশী খেলোয়াড়রা। পারভেজ হোসেন ইমন ব্যাটিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন ৮৫তম। বোলিংয়ে রিশাদ হোসেন ১২ ধাপ এগিয়ে ১৭তম স্থানে পৌঁছেছেন।
অন্যদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে লর্ডসে চলমান পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ১০৪ ও ৪০ রানের ইনিংস খেলে দলকে ২২ রানের জয় এনে দেন রুট। এই জয়ে ইংল্যান্ড সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
রুটের এটি অষ্টমবারের মতো এক নম্বর হওয়া। ৩৪ বছর বয়সে শীর্ষে উঠে তিনি হয়ে গেলেন ২০১৪ সালের কুমার সাঙ্গাকারার পর সবচেয়ে বয়সী এক নম্বর টেস্ট ব্যাটার।
ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও এসেছে বড় পরিবর্তন। হ্যারি ব্রুক নেমে গেছেন তিন নম্বরে, কেন উইলিয়ামসন উঠেছেন দুইয়ে। স্টিভ স্মিথ উঠে এসেছেন চারে, পেছনে ফেলেছেন ভারতের জশস্বী জয়সওয়ালকে।
ভারতের পক্ষে লর্ডসে আলো ছড়িয়েছেন রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল। প্রথম ইনিংসে ৭২ ও দ্বিতীয় ইনিংসে ৬১* রান করে জাদেজা উঠেছেন ৩৪তম স্থানে। রাহুলও পেয়েছেন সেঞ্চুরি (১০০) ও ৩৯ রানের ইনিংস খেলে উঠেছেন ৩৫তম স্থানে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ব্যাটে ৭৭ ও বলে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। তার র্যাংকিংয়েও উন্নতি হয়েছে। ব্যাটিংয়ে তিনি এখন ৪২তম ও বোলিংয়ে ৪৫তম।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। শীর্ষ ১০ বোলারের মধ্যে এখন তাদের পাঁচজন! এই তালিকায় নতুন সংযোজন স্কট বোল্যান্ড। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিকসহ ম্যাচে ছয় উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে।
এর আগে থেকে এই তালিকায় ছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও জশ হ্যাজেলউড। এই ধরনের আধিপত্য সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালে, যখন ইংল্যান্ডের ছয় বোলার ছিলেন সেরা ১২ তে।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেলেও র্যাংকিংয়ে আশার আলো দেখাচ্ছেন শামার জোসেফ। তিনি এখন বোলিংয়ে ১৪তম স্থানে। অগ্রগতি আছে আলজারী জোসেফ (২৯তম) ও জাস্টিন গ্রেভসেরও (৬৫তম)।