বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করছেন হাথুরু

বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করছেন হাথুরু
বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করছেন হাথুরু
ব্যাটিং নিয়ে বাংলাদেশের চিন্তা বহুদিনের। চেন্নাই টেস্টের পর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাথায় যোগ হয়েছে নতুন আরেক চিন্তা। বেশ দেখে-শুনে সাবলীল শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। এটা নিয়েই এখন দুশ্চিন্তা করছেন হাথুরু।
কানপুরে আজ বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে হাথুরুসিংহে জানান, " ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। এটাই দুশ্চিন্তার বিষয়। ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরী। কীভাবে প্রতিরোধ গড়তে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। "
টপ অর্ডার ব্যাটাররা ভালো করতে চেষ্টা করছে জানিয়ে বলেন, "ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।"
নতুন বলে খেলা নিয়ে ওপেনাররা কাজ করছেন ভাষ্য প্রধান কোচের, "ওপেনাররা আমাদের চেয়েও বেশি ভাবছে এটা নিয়ে। তারা ভালো শেপে আছে। আশা করছি এবার আরও ভালো করবে। প্রত্যেক ব্যাটারই এসব নিয়ে কাজ করছে।"
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাঁহাতি খেলোয়াড়ের আধিক্য দেখা গেছে বাংলাদেশের একাদশে। কানপুরে দ্বিতীয় টেস্টে ডানহাতি খেলোয়াড় নিয়ে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন,
"আমাদের মনে হয় এটাই আমাদের সেরা কম্বিনেশন, হোক ডানহাতি বা বাঁহাতি। একাদশে পরিবর্তন নির্ভর করছে কাল উইকেট দেখার ওপর।"